• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাফে খেলা হচ্ছে না এলিটা কিংসলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩
এলিটা কিংসলে

আশায় গুঁড়েবালি। সাফ চ্যাম্পিয়নশিপে এলিটা কিংসকে ঘিরে বড় স্বপ্ন দেখছিল বাংলাদেশ ফুটবল। সাফে খেলার জন্য নিয়মিত অনুশীলন করে যাচ্ছিলেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে।

কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হলো কিংসলের মতো বাংলাদেশ ফুটবলকেও। শেষ মুহূর্তে ফিফার ছাড়পত্র জটিলতায় আঁটকে গেছে বাংলাদেশের জার্সিতে কিংসলের খেলা।

অক্টোবরের ১ তারিখ থেকে মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফা থেকে যেহেতু ছাড়পত্র মিলেনি কিংসলের তাই আপাতত আর কোনও উপায় নেই বাফুফের হাতে।

কিংসলের ফিফার ছাড়পত্র না পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘ফিফা থেকে ছাড়পত্র পাওয়া যায়নি এখনও। সাফের আগে আসবে বলেও মনে হয় না। সত্যি বলতে এটা একটু জটিল বিষয়। মনে হচ্ছে কয়েক মাস লেগে যাবে। তাই বলতে পারি কিংসলেকে সাফে খেলানো যাবে না।’

আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৪ তারিখে দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। তৃতীয় ম্যাচ মালদ্বীপের বিপক্ষে ৭ তারিখ এবং ১৩ তারিখে নেপালের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজকের খেলা
X
Fresh