• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাঠে ফিরলেও ব্যাটিং করা হলো না তামিমের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮
তামিম ইকবাল

প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলছেন ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন এই টাইগার ওপেনার।

রোববার তামিমের দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি পোখারা রাইনোজের। এই ম্যাচের একাদশ সাজানো হয় তামিমকে রেখেই।

নেপালের কীর্তিপুরে পোখারা রাইনোজের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল ভৈরাওয়া। তবে খেলা হয়নি দশ ওভারের বেশি। ম্যাচের ১০.১ ওভারের মাথায় বৃষ্টি শুরু হয় মুশলধারে। বৃষ্টি থামার জন্য ঘণ্টা খানিক অপেক্ষা করলেও কমেনি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি।

বৃষ্টি শুরুর আগে পোখারা রাইনোজ ১০.১ ওভারে ৭ উইকেটে করে ৫৭ রান। এই ম্যাচে তামিমের পারফর্ম শুধু লঙ্কান ব্যাটসম্যান গুনারত্নেকে (২৩) রান আউট করা।

হাঁটুর চোটের কারণে প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলা, এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলেননি তামিম। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও প্রত্যাহার করে নেন নাম।

এদিকে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী বলেছেন, ইপিএলে তামিমের খেলা চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
সাকিবের অকুণ্ঠ প্রশংসা করলেন তামিম
X
Fresh