• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ, আইপিএলে আবারও করোনা হানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮
t natarajan warner, rtv online
ছবি- সংগৃহীত

করোনার প্রকোপে স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে বসেছে টুর্নামেন্টের বাকি কিস্তি। তবে সেখানেও হানা দিয়েছে করোনা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন আক্রান্ত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা। তার আগে খবর আসে হাদরাবাদের তারকা পেসার নটরাজন করোনা আক্রান্ত। দ্রুত তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। চিহ্নিত করা হয় তার সান্নিধ্যে আসা আরও ৬ জনকে। যার মধ্যে আছেন অলরাউন্ডার বিজয় শঙ্করের নামও। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাতিল হচ্ছে না।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

এদিকে বিজয় ছাড়াও আইসোলেশনে রয়েছেন টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশনকে। আইপিএলের আয়োজকদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের প্রত্যেকেই করোনা নেগেটিভ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
টস হেরে ফিল্ডিংয়ে রাজস্থান রয়্যালস
X
Fresh