• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জর্ডানের বিপক্ষে বড় ব্যবধানে হার সাবিনা-কৃষ্ণাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০৬

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে অনেক প্রত্যাশা নিয়ে উজবেকিস্তান সফর করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে শুরুটা হয়েছে হতাশায়। সেরাটা দিয়ে লড়াই করার প্রত্যয় থাকলেও প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে সাবিনা-কৃষ্ণারা কিছুই করতে পারেনি।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের বাছাইয়ে রোববার বাংলার মেয়েরা মুখোমুখি হয় জর্ডানের। এই ম্যাচে হারতে হয়েছে ৫-০ গোলের ব্যবধানে।

গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার ইরানের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে ৭৪ ধাপ। তাদের বিপক্ষে খেলতে নেমে ৩৫ মিনিটেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। জর্ডানকে এগিয়ে নেন শাহনাজ জেবরিন। প্রথমার্ধ শেষ হবার এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ হয় বানাজাইদ আল বিতারের গোলে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জর্ডান। ৬২ মিনিটের মাথায় মাইশা জিয়াদ জেবারাহর গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে ৩-০ গোলে। এরপর ৬৭ ও ৭৮ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জেবারাহ। তাতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বড় হার

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh