• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসি-নেইমার-এমবাপেদের নিয়ে আরও কাজ করতে হবে: কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬
messi neymar mbappe, psg, rtv online
ছবি- টুইটার

লিগ ওয়ানে নিজেদের ষষ্ঠ ম্যাচে অলিম্পিক লিঁওর মুখোমুখ হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ভিএইচ ওয়ান।

পাঁচ ম্যাচের সবগুলোত জয় নিয়ে লিগে দারুণ ছন্দে পিএসজি। তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়ে আধিপত্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিজ্ঞা কোচ মাউরিসিও পচেত্তিনোর।

প্যারিসের জার্সিতে অভিষেক হলেও ঘরের মাঠে প্রথম নামতে চলেছেন লিওনেল মেসি। কোচের লক্ষ্য বড় তারকাদের নিয়ে দলীয় ছন্দ তৈরি করা।

‘আমরা চলতি মৌসুমে বড় বড় নামগুলোকে দলে ভিড়িয়েছি। তবে এখন সময়ে হয়েছে দল হিসেবে মাঠে নামার।’

সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমেছিল পিএসজি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে ত্রয়ী।

পচেত্তিনো বলেন, ‘তাদের নিয়ে আরও কাজ করতে হবে। যাতে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ে। এটাই স্পষ্ট। গেল কয়েকদিন ধরে এটি নিয়েই কাজ করছি। এখনও দল হিসেবে উন্নতি করার সুযোগ রয়েছে আমাদের।’

এদিকে অঘটনের চিন্তা করছে অলিম্পিক লিঁও। জেরদান শাকিরি ও জেরোমে বোয়েটাংক দলে ভিড়িয়ে শক্তিও বাড়িয়েছে লিঁও।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি
আবার মেসির সঙ্গে খেলতে চান নেইমার
পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে!
X
Fresh