• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান ক্রিকেটের জন্য লজ্জা: ভন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৭
new zealand vs PAKISTAN, new zealand tour of PAKISTAN, 2021 , PSB vs new zealand 2021, RTV online
ছবি- টুইটার

চার হাজার পুলিশ সদস্য, সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এমএমজি) কমান্ডো নিয়োজিত ছিল ম্যাচের আগে। তবু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করে পাকিস্তান থেকে বাড়ি ফিরে যাওয়ার ঘোষণা দেয় নিউজিল্যান্ড। এমন সিদ্ধান্ত আসে যখন সফরের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। এই ঘটনাকে পাকিস্তান ক্রিকেটের লজ্জা বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

বাংলাদেশের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হেরে দলটি পাকিস্তান পৌঁছেছিল গেল ১১ সেপ্টেম্বর। তিনটি ওয়ানডে ও পাঁচ টি টি-টোয়েন্টি ম্যাচের খেলার কথা ছিল। কোয়ারেন্টিন শেষে অনুশীলনে শুরু করেছিল সফরকারীরা। দুই অধিনায়ক মিলে ট্রফিও উন্মোচন করেছিলেন। রাওয়ালপিন্ডিতে সব আয়োজন সম্পন্ন। একেবারেই শেষ মুহূর্তে এসে না খেলার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপসরা।

টুইট পোস্টে মাইকেল ভন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য লজ্জা... শেষ সময়ে এসে না খেলার সিদ্ধান্ত সত্যি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি নিয়ে আসে। আশাকরি নিরাপত্তার সুনিশ্চিত করে পাকিস্তানে আবারও ফিরবে ক্রিকেট।’

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেও। তার ভাষায়, ‘নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত এটা সত্যি দুঃখজনক। দুই বছর আগে পিসিবির নিরাপত্তা ব্যবস্থা আমাদের আরও বেশি নিরাপদ রাখতে সক্ষম হয়েছিল। যেমনটা রাষ্ট্র প্রধানদের জন্য দেয়া হয়।’

করুনারত্নের সতীর্থ অ্যাঞ্জোলো পেরারার মুখেও একই সুর। টুইট করে লিখেছেন, ‘দুই বছর আগে পাকিস্তান গিয়েছিলাম। যতক্ষণ ছিলাম ততক্ষণ উপভোগ করেছি। সত্যি বলতে আতিথেয়তার সঙ্গে নিরাপদও মনে হয়েছে। কোনও ঝুঁকিও ছিল না। দেশটিতে আবারও ক্রিকেট ফিরুক।’

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামি হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘নিরাপত্তার কারণে পাকিস্তান-নিউজিল্যান্ডের সিরিজ বাতিল হয়েছে ঘুম থেকে এমন সংবাদ শোনাটা হতাশার। গেল ছয় বছর ধরে দেশটিতে যাতায়াত করছি। কখনও খেলতে কখনও বেড়াতে। যা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আমি সব সময় নিরাপদ মনে করি। পাকিস্তানের জন্য একটি বাজে সময়।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh