• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনার কারণে ৪ হাজার ৮২১ কোটি টাকা ক্ষতি বার্সার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

করোনা মহামারিতে ক্ষতি হয়েছে গোটা বিশ্বের। প্রায় এক বছরের মতো তো থেমে ছিল সব কর্মযজ্ঞ। থেমে ছিল ক্রীড়াঙ্গন। যে কারণে ইউরোপের প্রায় প্রত্যেকটি ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবটির বোর্ড অব ডিরেক্টর্সের সভায় বৃহস্পতিবার ক্লাবটির ক্ষতির হিসেব তোলা হয়। হিসেব মতে গত মৌসুমে বার্সার ক্ষতি হয়েছে ৪৮১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮২১ কোটি টাকা। আর এই ক্ষতির অনুমোদনও দিয়েছে বোর্ড অব ডিরেক্টর্স।

এরমধ্যে ক্লাবটির সেরা খেলোয়াড় লিওনেল মেসিকেও ছাড়তে হয় আর্থিক সমস্যার কারণে। এমন কী নিজের পারিশ্রমিক কমিয়ে দেয়ার পরও মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। মেসি ছাড়াও একই কারণে আন্তোনিও গ্রিজম্যানকে তার পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ফিরিয়ে দিতে হয়ে বার্সাকে।

মেসি-গ্রিজম্যানদের বিদায়ে বার্সার এমন করুণ অবস্থার কথা আগেই জানা গিয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতে ২০১১-২০২২ মৌসুমের জন্য ৭৬৫ মিলিয়ন ইউরো (৭ হাজার ৬৬৭ কোটি টাকা) বাজেট অনুমোদন করেছে ক্লাবটির বোর্ড অব ডিরেক্টর্স।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh