• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আগামী মাসের শুরুতেই বিসিবি নির্বাচন

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:০০
bangladesh cricket board election, nazmul hasan papon, rtv online
ছবি- বিসিবি

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন বিশ্বকাপের আগেই নতুন পরিচালনা পর্ষদের হাতে তুলে দেয়া হবে দায়িত্ব। এবার জানা গেল অক্টোবরের শুরুতেই বসতে চলেছে বোর্ড নির্বাচন।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি জানিয়েছেন।

সেপ্টেম্বরের ৩০ তারিখ শেষ হবে নাজমুল হাসান পাপন নেতৃত্বাধীন বর্তমান পর্ষদের মেয়াদ।

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে আয়োজন করতে হবে নির্বাচন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এতে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন কমিশনের সদস্যরা। সেখানেই নির্ধারণ হবে নির্বাচনের চূড়ান্ত তারিখ।

গণমাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, তারপর তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে।’

২০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে চূড়ান্ত কাউন্সিলরদের তালিকা জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন,
‘বোর্ড কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে তারপর নির্বাচন কমিশনকে দেবে।’

২০১২ সালের অক্টোবরে ক্রিকেট বোর্ডের মসনদে বসেন নাজমুল হাসান পাপন। পরের বছর হলেন নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব নেন ।

সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সেসময় জানিয়েছিলেন সভাপতি হতে তার আগ্রহ নেই। যদিও শেষ পর্যন্ত তিনি সভাপতি হন।

গেল মাসেই বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসেছিল। এতে পাপন সাফ জানিয়ে দেন আগামীতে আর দায়িত্ব নিতে আগ্রহ নেই তার। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন সভাপতি পদে না থাকলেও পরিচালক পদেও নির্বাচন করতে পারেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh