• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৯ গোলের ম্যাচে ম্যানচেস্টার সিটির জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬
manchester city champions, rtv onnline
ছবি- সংগৃহীত

বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গেল আসরের রানার্স আপদের হয়ে একটি করে গোল তুলেছেন নাথান একে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেলিশ, জোয়াও ক্যান্সেলো ও গ্যাব্রিয়েল জেসুস। অপর গোলটি হয়েছে আত্মঘাতী।

এদিকে বুন্দেজ লিগার দল লাইপজিগের পক্ষে হ্যাটট্রিক করেন ক্রিস্টোফার কুনকু।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে গোল আদায় করেন ডাচ ডিফেন্ডার নাথান।

অন্যদিকে ২৮ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার নর্দি মুকিয়েলের ভুলে দ্বিতীয় গোল হজম করতে হয় লাইপজিগের।

যদিও ৪২ মিনিটের মাথায় গোল তুলে লড়াইয়ের আভাস দেন ফ্রেঞ্চ উইঙ্গার কুনকু।

পাঁচ মিনিটের ব্যবধানে (৪৫+২ মিনিট) পেনাল্টির মাধ্যমে গোল দিয়ে ম্যানসিটিকে আরও এগিয়ে দেন আলজেরিয়ান ফরোয়ার্ড মাহারেজ।

বিরতি থেকে ফিরেই নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল দেন কুনকু। ৫১ মিনিটে ব্যবধান দাঁড়ায় ৩-২।

তবে চার মিনিট যেতেই আরেকটি গোল আসে স্বাগতিকদের পক্ষে। এবার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড গ্রেলিশ।

দমে যায়নি জার্মান দল লাইপজিগ। ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ২৩ বছর বয়সী কুনকু।

দুই মিনিটের ব্যবধানে ইংলিশ দলটির হয়ে গোল তুলেন পর্তুগীজ ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো।

অন্যদিকে ৮৫ মিনিটে ম্যানচেস্টার সিটির পক্ষে শেষ গোলটি তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

অপর ম্যাচে আক্রমণাত্মক ইন্টার মিলানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের বিপক্ষে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ধরে রাখে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও বেশ কিছুটা সময় আক্রমণে রিয়ালকে কোণঠাসা করে রাখে তারা। তবে প্রতিপক্ষের আক্রমণ সামলে শেষ দিকে জ্বলে ওঠে স্প্যানিশ জায়ান্টারা।
৮৯ মিনিটে রদ্রিগোর গোলে স্বস্থির জয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh