• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বার্সার মরার ওপর খাড়ার ঘা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। লিওনেল মেসিকে রাখতে পারেনি। এরপর অ্যান্টোয়ান গ্রিজমানের চলে যাওয়া। চ্যাম্পিয়ন লিগের শুরুতেই বায়ার্ন মিউনিখের কাছে হার।

সব মিলে বেশ ভালোমতোই অশান্তি তৈরি হয়েছে দলের ভেতর। এসব পেছনে ফেলে দলটির জন্য মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে দলের দুই তারকা খেলোয়াড়ের চোট।

চোটের কারণে কমপক্ষে ২১ দিনের জন্য ছিটকে গেছেন অধিনায়ক জর্দি আলবা আর পেদ্রি গঞ্জালেস। গত মৌসুমের বার্সায় অভিষেকের পর গঞ্জালেসকে টানা ম্যাচ খেলান কোচ রোনাল্ড কোম্যান।

শুধু ক্লাবেই নয়, স্পেন জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন। ডাক পড়ে স্পেনের অলিম্পিক দলেও।

মাঝে ১৪ দিনের মতো ছুটি কাটাতে পারলেও স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে টানা খেলার কারণে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন।

জর্দি আলবাও নিয়মিত খেলে যাচ্ছেন বার্সেলোনায়। স্প্যানিশ গণমাধ্যম বলছে, এই লেফটব্যাকেরও হ্যামস্ট্রিংয়েই চোট। এমন কী ব্যথার কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পুরো ম্যাচেও খেলতে পারেননি।

তাই দুজনই আপাতত মাঠের বাইরে। তবে সেটা কত দিনের হতে পারে নির্দিষ্ট করে জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে এই সময়টা অন্তত ২১ থেকে ২৫ দিন হতে পারে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh