• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জতিন্দার হতে পারে বাংলাদেশের জন্য হুমকি! 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১
জতিন্দার সিং

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্ব ২৩ অক্টোবর থেকে শুরু হলেও বাংলাদেশের জন্য টুর্নামেন্ট শুরু হবে আরও ছয়দিন আগে। অর্থাৎ প্রথম পর্ব বা বাছাই পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদউল্লাহর দল।

বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। এ পর্বে তেমন কোন শক্তিশালী দলের বিপক্ষে খেলতে না হলেও কিছুটা হুমকির আভাস দিচ্ছে ওমান।

পুরো দল হুমকি হয়ে না দাঁড়ালেও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-টু এর ম্যাচে মঙ্গলবার নেপালের বিপক্ষে জতিন্দার সিং এর রেকর্ড গড়া ৬০ বলের সেঞ্চুরি কিছুটা প্রতিদন্দ্বীতার আভাসই দিচ্ছে।

ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া জতিন্দারের ১১ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম শতক এটি, তাও আবার রেকর্ড গড়া। ওয়ানডেতে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে এখন দ্রুততম সেঞ্চুরিটি ওমানের এই ব্যাটসম্যানের দখলে।

বিশ্বকাপের আগে জতিন্দারের এমন পারফর্ম্যান্স স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে ওমান শিবিরে।

এর আগে সহযোগী দেশগুলো মধ্যে দ্রুততম ওয়ানডে শতকের মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ২০১১ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডকে হারানোর দিনে ৫০ বলে সেঞ্চুরি করেন তিনি। যা এখন পর্যন্ত বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হয়ে আছে। তবে আয়ারল্যান্ড এখন আইসিসির পূর্ণ সদস্য দেশ।

টিএন/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh