• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে দেখা যাবে মেসি-নেইমারদের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪
messi, neymar, mbappe, PSG, rtv online
ছবি- টুইটার

বার্সেলোনা থেকে সবাইকে অবাক করেই প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। এরই মধ্যে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অভিষেক হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। সব ঠিক থাকলে চ্যাম্পিয়নস লিগেও মাঠে নামতে দেখা যাবে মেসিকে।

লিগ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। নেইমারের বদলি হিসেবে নেমেছিলেন। মাঠে ছিলেন তখন পিএসজির আরেক প্রাণভোমরা কিলিয়ান এমবাপে। মাত্র ৩০ মিনিট মাঠে থেকেও গোল তুলতে ব্যর্থ হয়েছিলেন মেসি।

তিন তারকাকে এক সঙ্গে দেখার তর সইছে না সমর্থকদের। বুধবারই অপেক্ষার অবসান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচ দিয়ে উয়েফা চ্যাম্পিনস লিগের যাত্রা শুরু হচ্ছে পিএসজির। প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চে বার্সার বাদে অন্য জার্সিতে দেখা যাবে লিও মেসিকে।

বেলজিয়ান দলটির মাঠে মেসি, নেইমার ও এমবাপেকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ মাউরিসিও পচেত্তিনো।

এই ম্যাচের আগে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মেসি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি কোয়ারেন্টিন ইস্যুতে স্থগিত হয়। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টাইনরা। ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসি তুলে নেন হ্যাটট্রিক। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজেই আছেন তিনি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। ব্রুগের জান ব্রেইডেল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল সনি টেন-থ্রি।

অনলাইনে সরাসরি দেখা যাবে সনি লিভ অ্যাপ, জিও টিভি অ্যাপে এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh