• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বায়ার্নের কাছে পাত্তাই পেল না বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১
bayern vs barcelona, RTV ONLINE
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে সমর্থকদের হতাশায় ডুবিয়ে বার্সেলোনার শুরু। আসরে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩ গোলে উড়ে গেছে কাতালান ক্লাবটা। বায়ার্নের পক্ষে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্দোভস্কি।

মেসি পরবর্তী যুগে ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার প্রথম ম্যাচ। আর্থিক সমস্যার কারণে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে ধরে রাখতে পারেনি স্প্যানিশ দলটি। অন্য ক্লাবে ধারে খেলতে পাঠাতে হয়েছে আঁতোয়া গ্রিজমানকে। চোটের সমস্যা দিন দিন আরও বড় হচ্ছে। তার পরেও নামের সঙ্গে যেন সুবিচার করতে পারলো না লা লিগার জায়ান্টরা।

২০১৯-২০ মৌসুমে নু ক্যাম্পে বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারের ক্ষত এখনও তাজা।

নতুন মৌসুমে ঘরের মাঠে নেমে পুরো ম্যাচ জুড়েই বিবর্ণ বার্সা। সুযোগ কাজে লাগিয়ে ৩৪ মিনিটে থমাস মুলারের গোলে লিড বায়ার্নের।

বয়স যেনো একটা সংখ্যা মাত্র। তেত্রিশেও ফর্মের তুঙ্গে রবের্ত লেভানডফস্কি। ৫৬ মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন মিউনিখ। আর ৮৫ মিনিটে নিজের জোড়া পূর্ণ করেন লেভান্দোভস্কি। জয়ের আনন্দে মাঠ ছাড়ে, জার্মান জায়ান্টরা।

প্রায় দুই যুগ পর ইউরোপ সেরার মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে হারল বার্সেলোনা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh