• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯
sri-lanka-vs-south-africa-t20i, rtv online
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১২১ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে কোনও উইকেট খরচ করতে হয়নি প্রোটিয়াদের। ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা।

দক্ষিণ আফ্রিকার এই জয়ে বড় ভূমিকা পালন করেছে কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। তারা দুজনেই দলকে খুব সহজেই জয়ের বন্দরে নিয়ে যান। হেনড্রিকস ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৫৬ রান করেন। ডি কক ৪৬ বলে ৭ চারে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে। শেষ দিকে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন চামিকা করুণারত্নে।

প্রোটিয়াদের পক্ষে সর্বাধিক দুটি করে উইকেট নেন বিয়ন ফোরটান ও কাগিজো রাবাদা।

ম্যাচসেরা ও সিরেজ সেরা- দুটি পুরস্কারই পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৮ রানে জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারতে হয়েছিল স্বাগতিকদের।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপট দেখায় লঙ্কানরা। সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল শ্রীলঙ্কা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
X
Fresh