• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তামিম-মাহমুদুল্লাহর ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছে সাকিবকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৭, ১৫:২৯

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। এক পর্যায়ে মাত্র ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে টাইগাররা। পরে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের বিচক্ষণতায় বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। তারা যেভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল; ম্যাচটা জিততেও পারে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বৃষ্টিবাধায় খেলা পরিত্যক্ত হয়। তবে তাদের ব্যাটিং থেকে স্বপ্নে বুক বাঁধছেন আয়ারল্যান্ড ম্যাচে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বললেন, এ সিরিজে সময় যত গড়াবে, বাংলাদেশ ততই ভালো খেলবে। এমন কন্ডিশনে আমাদের কম খেলা হয়। এ অনভ্যাসটাই দলকে ভুগিয়েছে। ম্যাচের প্রথমদিকের উইকেট ছিল একেবারে অচেনা। তবে সময় গড়ানোর সঙ্গে বল পুরনো হয়েছে। এক পর্যায়ে বল ব্যাটে এসেছে। ব্যাটসম্যানরা ভালো করেছে। সবমিলিয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে। পরের ম্যাচে তা কাজে লাগবে। আমরা এখন নিউজিল্যান্ডের অপেক্ষায় আছি।

তামিম-মাহমুদুল্লাহর মুগ্ধ জাগানিয়া ব্যাটিং নিয়ে সাকিব বলেন, তামিম অসাধারণ খেলেছে। এ উইকেটে ও নিজেকে দারুণভাবে অ্যাপ্লাই করেছে। মাহমুদুল্লাহর ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। তাদের জুটিটা ম্যাচের চেহারাই পুরোপুরি পাল্টে দেয়। ম্যাচের নিয়ন্ত্রণও আমরা হাতে চলে এসেছিল।

আইপিএলে খেলার কারণে মূল দলের ১০ ক্রিকেটার ছাড়াই আয়ারল্যান্ডে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। তবুও কিউইদের পূর্ণ সম্মান জানাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।