Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮

ইংল্যান্ডের সামনে ভারতের দুই প্রস্তাব

england vs india 2021, rtv online
ছবি- সংগৃহীত

ভারত-ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট নিয়ে জল ঘোলা হয়েই যাচ্ছে। এ পরিস্থিতিতে নতুন করে আরও একটু রসদ যোগালো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

বাতিল হওয়া টেস্টের বদলে অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই’র সচিব জয় শাহ।

তিনি বলেন, ‘ইসিবিকে আমরা দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছি। আমরা ২০২১ সালের জুলাইয়ে রঙ্গিন পোষাকের সিরিজ খেলতে ইংল্যান্ডে গেলে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জায়গায় আমরা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করবো। এছাড়া ইসিবি চাইলে আমরা একটি টেস্ট ম্যাচ খেলতেও রাজি আছি।’

পুরো ব্যাপারটিই নির্ভর করছে ইসিবির সিদ্ধান্তের ওপর বলে জানান জয় শাহ। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে অতিরিক্ত দুটি ম্যাচ তখনই খেলা সম্ভব হবে, যখন ইসিবি তাদের পক্ষ থেকে আর কোনও চাহিদা রাখবে না।’

ভারতীয় শিবিরে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিরাট কোহলির দল ম্যানচেস্টার টেস্ট বাতিল করে দেয়। তবে ভারতীয়দের এমন যুক্তির সঙ্গে একমত ছিলেন না সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, ‘দলের কোনও সদস্য কোভিড পজিটিভ না আসার পরও ভারতের টেস্ট না খেলাটা যথেষ্ট প্রশ্ন তোলার সামিল।’ ভনের দাবি, ‘মূলত আইপিএলে অংশ নিতেই ভারতীয় ক্রিকেটারদের এমন পন্থা বেছে নিতে হয়েছে।’

বিসিসিআই’র প্রস্তাবনা সম্পর্কে জয় শাহ আরও বলেন, ‘ইংলিশ ক্রিকেটে ৪০ মিলিয়ন পাউন্ডের যে ক্ষতি হয়েছে, তা এ প্রস্তাবনার কার্যকরের মধ্য দিয়ে কমে আসবে। টেস্টটি নতুন কোনও সূচিতে হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

সফরে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল ভারতের। প্রথম ম্যাচ ড্র হলে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ভারতীয়রা। তৃতীয় ম্যাচে ইংলিশরা জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ায়। চতুর্থ ম্যাচ জেতার পর সফরকরারীরা সিদ্ধান্ত নেয়, পঞ্চম ও শেষ ম্যাচটি না খেলার।

ওয়াই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS