• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জানা গেল পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩
babangladesh vs pakistan 2021, rtv online
ফাইল ছবি

পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের বসবে ১৪ নভেম্বর। তার পরের দিন ১৫ নভেম্বর ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।

১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে সিরিজ। ২০ নভেম্বর দ্বিতীয় ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়ন্টি ম্যাচ।

এরপর দুই দলই চলে যাবে চট্টগ্রামে। ২৬ তারিখ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

ঢাকায় ফিরে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ৪ ডিসেম্বর থেকে। ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর প্রায় ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

এদিকে ২০১৫ সালে সব শেষ বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল দলটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। সফরে একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েও হারতে হয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।

অন্যদিকে ২০২০ সালের জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করে লাল-সবুজরা। তিনটি ম্যাচেই হেরে ফিরতে হয়েছিল মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি। ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে আবারও পাকিস্তান যায় বাংলাদেশ। ওই ম্যাচে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল মুমিনুল হকের দলকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
X
Fresh