• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই ম্যাচ হাতে রেখেই আফগানদের বিপক্ষে সিরিজ টাইগার যুবাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০
bangladesh-under-19s-vs-afghanistan-under-19, rtv online
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ হাতে রেখেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ১২১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগার যুবারা।

প্রথম ম্যাচে ১৬ রানে জেতা স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে জেতে ৩ উইকেটে। প্রথম দুই ম্যাচে আফগান যুবারা প্রতিরোধ গড়ে তুললেও তৃতীয় ম্যাচে হারে ১২১ রানের বিশাল ব্যবধানে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি যুবাদের।

দলীয় ৬ রানেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যান আউট হলে কিছুটা চাপে পরে স্বাগতিকরা। আরেক ওপেনার মফিজুল ইসলাম (২৭) কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেনি।

তবে চার নাম্বারে নেমে ম্যাচে মোড় ঘুড়িয়ে দেন আইচ মোল্লা। ১৩০ বলে ১২৮ রানের আইচের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৪ ছক্কায়। শেষদিকে আব্দুল্লাহ আল মামুনের ৩২ রানে নির্ধারিত ৫০ ওভারে টাইগার যুবাদের স্কোর দাঁড়ায় ২২২। যা এই সিরিজে সর্বোচ্চ দলীয় স্কোর। আফগানদের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন ফয়সাল খান আহমাদজাই।

২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিজেদের খোলস থেকে বের হতে পারেনি আফগান দুই ওপেনার। দলীয় ৩৬ রানে দুই ওপেনারের বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। নাইমুর রহমান নয়ন, রিপন মণ্ডলের বোলিং তোপে ১০১ রানেই গুটিয়ে যায় আফগান যুবারা। ১২১ রানের বড় জয় পায় বাংলাদেশ। যুব ওয়ানডেতে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান নয়ন।

আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে দুই দল। ২২ সেপ্টেম্বর যুব টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
পুরনো ক্ষত না সারতেই অস্ট্রেলিয়ার কাছে আবারও বিশ্বকাপ হারল ভারত
'টসে শিরোপা' জানতেন না বাংলাদেশের অধিনায়ক
প্রতিবাদ করে শিরোপা উদ্ধার করল বাংলাদেশ, যৌথ চ্যাম্পিয়ন দুই দল
X
Fresh