• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আইচের সেঞ্চুরিতে বড় সংগ্রহ যুবা টাইগারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৮
আইচ মোল্লা

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচটা আফগানদের জন্য সিরিজ বাঁচানোর আর ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য সিরিজ জেতার ম্যাচ।

এমন সমীকরণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অ-১৯ দলের অধিনায়ক মেহরব হোসেন। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রান্তিক নাবিলের (১) উইকেট হারায়।

পঞ্চম ওভারে খালিদ হাসান ফেরেন শূন্য রানে। বিপাকে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন মফিজুল ইসলাম ও আইচ মোল্লা। ধীর গতিতে ব্যাট করতে থাকেন দুজন।

জুটি ভাঙে ২৮.২ ওভারের মাথায় মফিজুলের ২৭ (৯৩) রানে বিদায়ে। এরপর অধিনায়ক মেহরব বিদায় নেন ৭ (১৬) রানে, তাহজিবুল ইসলাম ১৮ রানে বিদায় নিলে আবদুল্লাহ আল মামুনকে নিয়ে সেঞ্চুরি তুলে নেন চার নম্বরে ব্যাট করতে নামা আইচ মোল্লা।

১৩০ বলে ১০৮ রানের দারুণ একটা ইনিংস খেলে সাজঘরে ফেরেন ক্যাচ আউট হয়ে। শেষ দিকে তাহজিবুলের ১৮ ও মামুনের অপরাজিত ৩২ রানে ভর করে ৬ উইকেটে ২২২ রান তুলে বাংলাদেশ অ-১৯ দল।

আফগানদের হয়ে ৩ উইকেট নেন ফয়সাল খান আহমাদজাই। ১টি করে উইকেট নেন নাবিদ যাদরান, ইজহারুল হক নাবিদ ও ইজাজ আহমেদ।

চলতি সিরিজে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ রান। সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের ১৫৪ রানের লক্ষ্য দিয়ে ১৬ রানে হারায় টাইগার যুবারা। দ্বিতীয় ম্যাচে ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩.১ ওভারে ৩ উইকেটের জয় নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বোঝাপড়া ভালো’
X
Fresh