• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়ার বিশ্বকাপ দলে প্রোটিয়া অল-রাউন্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:০২
মাঝে ডেভিড উইজ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফ্রিকার দেশ নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দলটাকে মূল পর্ব খেলতে হলে পার করতে হবে বাছাই পর্ব।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে থাকা নামিবিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড। ১৯ অক্টোবর প্রথম ম্যাচেই নামিবিয়ার প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা।

তবে বিশ্বকাপে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকান সাবেক অল-রাউন্ডার ডেভিড উইজকে। প্রোটিয়াদের হয়ে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ উইকেটের পাশাপাশি ১১ ইনিংসে করেন ৯২ রান।

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা না করতে পারলেও হরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার টি-টোয়েন্টি ক্যারিয়ার। অভিজ্ঞতা রয়েছে ২৫৯ ম্যাচের।

নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফান বার্ড, কার্ল বার্কেনস্টক, মিচাউ ডু প্রিজ, জ্যান ফ্রিলিংক, জেন গ্রিন, জন নিকোল লফটি-ইটন, বার্নার্ড শোল্টজ, বেন শিকোঙ্গো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উইজ, ক্রেইগ উইলিয়ামস, পিকি ইয়া ফ্রান্স

রিজার্ভস: মরিশাস গুপিতা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়