• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেড়শ রান করেও আফগানদের হারাল যুবা টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহরব হাসান। ব্যাটিং করতে নেমে টাইগার ব্যাটাররা তোপের মুখে পড়ে আফগান বোলারদের।

ওপেনার মফিজুল ইসলাম ৫ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইয়ামা আরবের বলে। এরপর আরিফুল ইসলামকে শূন্য রানে ফেরান বিলাল সামি।

বিপাকে পড়া দলকে একাই টেনে নেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার প্রান্তিক নাবিল ও আইচ মোল্লা। তবে দলীয় ৭৮ রানের মাথায় আইচ ফেরেন ২২ রান করে শাহিদুল হাসানির বলে ক্যাচ দিয়ে। এরপর ৮৮ রানের মাথায় নাবিলকে ৪২ (৭৮) রানে ফেরান শাহিদুল্লাহ হাসানি।

নাবিলের ফেরার পর তাজিবুল ৭, রিপন মণ্ডল ০, নাঈমুর রহমান ৪, শামসুল ০, আশিকুর জামান ১ রানে ফিরলেও ৪৯ রানের ইনিংস খেলে ৩৮.৩ ওভার পর্যন্ত খেলে ১৫৪ রান পর্যন্ত নিয়ে যান অধিনায়ক মেহরব।

আফগানদের পক্ষে ৪ উইকেট নেন বিলাল সামি, ৩ উইকেট নেন শাহিদুল হাসানি, ২ উইকেট নেন ইজহারুলাক নাবিদ ও ১ উইকেট নেন ইয়ামা আরব।

বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সুলাইমান আরবাজিকে ২ রানে ফেরেন মন্ডলের বলে বোল্ড হয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সুলাইমান সাফি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা হতাশ করেন।

সাফি ৪৮ (৯২) রান করে নাঈমুর রহমানের বলে এলবিডব্লু হয়ে ফেরার পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ (৩৪) রান আসে নানগেয়ালিয়া খারোতের ব্যাটে।

শেষ পর্যন্ত ৪৮.২ ওভার খেললেও ১৩৮ রান তুলতেই হারায় সব উইকেট। ১৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল যুবা টাইগাররা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh