• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওভারে ৬ ছক্কায় যুবরাজ-গিবসদের পাশে মালহোত্রা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩
জাসকারান মালহোত্রা

এক ওভারে ছটা ছক্কা মারা এতটা সহজ নয় সেটা যেকোনো ফরম্যাটে। এমন ঘটনা হরহামেশা ঘটেও না।
তবে এই বিরল রেকর্ড আবারও নতুন করে লেখালেন আমেরিকার ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা। বৃহস্পতিবার ওমানে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে ম্যাচে ওভারে ছয়টি ছক্কা মারেন মালহোত্রা।
ওভারে ছয় ছক্কার প্রথম রেকর্ড হয়১৯৬৮ সালে। কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগানের বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে ম্যালকম ন্যাশকে ওভারে ছয় ছক্কা মারার প্রথম রেকর্ড করেন স্যার গ্যারিফিল্ড সোবার্স।
গ্যারি সোবার্সের কীর্তির রেকর্ডে ভাগ বসান ভারতের রবি শাস্ত্রী। মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে খেলার সময় তিলক রাজের ওভারে ছয়টি ছক্কা মারেন।
আধুনিক ক্রিকেটে অবশ্য এই রেকর্ড প্রথমবার করেন প্রোটিয়া ব্যাটসম্যান হার্সেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। ডাচ লেগ স্পিনার ড্যান ভ্যান বুঞ্জে ছিলেন এই অভাগা বোলার।
এর দুই বছর পর ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে ওভারে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং।
এছাড়া উস্টারশায়ারের হয়ে রোজ হোয়াটলি ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে হজরতউল্লাহ জাজাই ছয়টি ছয় মেরেছিলেন আব্দুল্লাহ মাজারির ওভারে।
এই তালিকায় আছেন লিও কার্টার, কাইরন পোলার্ড এবং থিসারা পেরেরা।
এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh