• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্চে টাইগারদের আতিথেয়তা দেবে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১

আগামী বছরের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। এই সফরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে রয়েছে। বৃহস্পতিবার প্রোটিয়া ক্রিকেট তাদের আগামী গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে।

এই গ্রীষ্মে বাংলাদেশ ছাড়াও ভারত ও নেদারল্যান্ডসকে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়ানে ২৬ নভেম্বর, চলবে ১ ডিসেম্বর পর্যন্ত স্কটিশদের সঙ্গে খেলবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ওয়ানডে সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি ভারতের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে আর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এরপর এফটিপির সূচি অনুযায়ী মার্চে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। যদিও সূচি এবং ভেন্যু চূড়ান্ত করেনি প্রোটিয়া ক্রিকেট।

এর আগে ২০১৭ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করে টাইগাররা। সে বার ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ খেললেও কোনও ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh