• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬
ছবি- আইসিসি

চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইসিসির বেঁধে দেয়া সময়ের এক দিন আগেই টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে প্রোটিয়া ক্রিকেট।

দলে রাখা হয়নি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি (১৬ কোটি ৭৫ লাখ রুপি) খেলোয়াড় ক্রিস মরিসকে। এছাড়াও দলের অন্যতম ব্যাটসম্যান ফাফ দু প্লেসিসকে রাখা হয়নি দলে। লম্বা সময় ধরে দলের বাইরে থাকা অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহিরকেও রাখা হয়নি দলে।

এদিকে টেম্বা বাভুমা শ্রীলঙ্কার সফরে চোটে পড়ায় তার বদলে নেতৃত্ব দিচ্ছেন কেষব মহারাজ। তবে প্রোটিয়া ক্রিকেট বলছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন ভাবুমা।

দলে রয়েছেন বর্তমান সময়ে টি-টোয়েন্টির এক নম্বর বোলার তাবারিজ শামসি এবং আরেক স্পিনার বিজর্ন ফরচুন।

দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, রেজা হেন্ডরিকস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবারিজ শামসি, বিয়র্ন ফরচুন, ডোয়াইন প্রিটেরিয়াস, কেষব মহারাজ, উইয়ান মালডার, এনরিক নরকিয়া।

অতিরিক্ত খেলোয়াড়: জর্জ লিন্ডে, এনদিলে ফেলুকায়ো, লিজাদ উইলিয়ামস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh