• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ব্যর্থতার বৃত্তে সাকিব-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

আরেকটা ম্যাচ, নতুন ইনিংস। তবে সাকিব নিজেকে হারিয়ে খুঁজছেন। একই পথে মুশফিকুর রহিমও। অস্ট্রেলিয়া সিরিজের সাকিব ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। মুশফিকুউর রহিম ছিলেন দলের বাইরে।

নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে মুশফিক ফিরেছেন, সাকিবও নিজেকে প্রমাণের জন্য লড়াই করে চলেছেন। কিন্তু দুজনেই ব্যর্থ হচ্ছেন বারবার।

চলতি সিরিজে সাকিব চার ম্যাচে চার উইকেট নিলেও ব্যাট হাতে প্রথম ম্যাচে করেন সর্বোচ্চ ২৫ রান। এরপর ১২,০ এবং ৮ রান করেছেন যথাক্রমে।

মুশফিকুর রহিম চলতি সিরিজে দুইবার ফিরেছেন শূন্য হাতে। প্রথম ম্যাচে ১৬, দ্বিতীয় ম্যাচে শূন্য, তৃতীয় ম্যাচে ২০ আর চতুর্থ ম্যাচে শূন্য।

দলের দুই মূল ব্যাটসম্যানের এমন নাজুক পারফরম্যান্সে বিপাকে পড়েছে বাংলাদেশ দল। আজ চতুর্থ ম্যাচে ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা হারিয়েছে ৩২ রানে ৩ উইকেট। এর মাঝে রয়েছেন সাকিব, মুশফিক দুজনেই। বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ৩৪ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh