• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ল্যাথামকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন মেহেদী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৬

ল্যাথামকে ফেরালেন মেহেদি: ইন্নিংসের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট পতনের পর মাঝে আট ওভার ছিল উইকেট শূন্য। উইল ইয়ং ও টম ল্যাথামের জুটি সচল রাখছিলেন রানের চাকা। তবে দুজনের ৩৫ রানের জুটি ভাঙেন শেখ মেহেদী। টম ল্যাথামকে ২১ (২৬) রানে ফিরিয়ে স্বস্তি ফিরিয়েছেন। কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ৫২ রান ১১.২ ওভার শেষে ।

দুই ওভারে দুই উইকেট নাসুমের: প্রথম ওভারে রাচীন রবীন্দ্রকে শূন্য রানে ফেরানোর পর নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় উইকেট তুলে নিলেন নাসুম আহমেদ। ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরালেন ফিন অ্যালেনকে। ৮ বলে ১২ রান করে অ্যালেন ফিরলেন সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে। কিউইদের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেটে ১৬ রান।

ওপেনিং জুটি ভাঙল: নাসুম আহমেদের প্রথম ওভারেই ভাঙল কিউইদের ওপেনিং জুটি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছেন রাচীন রবীন্দ্র।

টস: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হোঁচট খায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের প্রত্যাশা করলেও বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা।

আজ চতুর্থ ম্যাচে কিউইদের সামনে সিরিজ সমতার মিশন আর টাইগারদের সিরিজ জয়ের। দুই দলের এই সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচের একাদশেও পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে সফরকারীদের একাদশে এসেছে দুই পরিবর্তন।

জ্যাগব ডাফি ও স্কট কুগলেইনের পরিবর্তে একাদশে ফিরেছেন হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh