• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার, বাদ পড়লেন মিঠুন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

অবশেষে ২৪ ক্রিকেটার চুক্তিসই করেছেন আসন্ন মৌসুমের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম।

তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা করে মোট ২৪ ক্রিকেটার রয়েছেন তালিকায়। চলতি বছরে যেহেতু তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন না তাই তাকে টেস্ট ও ওয়ানডের চুক্তিতে রাখা হয়েছে।

গত মৌসুমে লাল ও সাদা বলের চুক্তিতে ছিলেন মোট ১৭ ক্রিকেটার। সেখান থেকে লাল বলের চুক্তিতে থাকা নাঈম হাসান বাদ পড়েছেন, সাদা বলের চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। এবারের চুক্তিতে নতুন সংযোজন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং শামীম হোসেন।

এদিকে প্রায় আট মাস পর কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করলেও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করেনি বিসিবি। গতবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৪ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে সর্বনিম্ন এক লাখ।

কেন্দ্রীয় চুক্তির ২৪ ক্রিকেটার:

৩ ফরম্যাট: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টেস্ট, ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান, এবাদত হোসেন।

ওয়ানডে, টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

টি-টোয়েন্টি: সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh