• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২১, ১৯:৫৯
bangladesh-v-new-zealand, bangladesh vs new zealand 2021 schedule tv-telecast, live-streaming details for banvs nz, rtv online

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ঘরের মাঠে সুযোগ কাজে লাগিয়ে জিততে চায় বাংলাদেশ, বললেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্বাগতিকদের সমীহ করলেও জিরিজ জিতার লক্ষ্য কিউই অধিনায়ক টম ল্যাথামের।

পরের মাসেই আরব আমিরাতে টি-টোয়েন্টি ওয়াল্ডকাপ। টাইগারদের জন্য প্রস্তুতির ভালো মঞ্চ নিউজিল্যান্ড সিরিজ। কিউইদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে উড়াল দিতে চায় বাংলাদেশ।

তবে অতীত রেকর্ড বলছে কাজটা সহজ নয়। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দশ ম্যাচ খেলে একটাতেও জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে সাম্প্রতিক ফর্ম আশা দেখাচ্ছে লাল-সবুজদের। সঙ্গে হোম কন্ডিশনের বাড়তি সুবিধা কাজে লাগাতে পারলে অসম্ভব কিছু নয়।

‘এই মুহূর্তে আমাদের কাজটা ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ, চেষ্টা থাকবে সিরিজটি জেতার।’

দ্বিতীয় সারির দল নিয়ে মিরপুরে তাবু গেড়েছে নিউজিল্যান্ড। কিন্তু দলটাকে সহজভাবে দেখতে নারাজ টাইগার কাপ্তান।

‘ওরা খুব ভালো দল। নিউ জিল্যান্ড এমন একটা দল, যারা খুব ভালো হোমওয়ার্ক করে এবং খুব শৃঙ্খল। ওরা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনাতেই সব সময় ঠিক থাকার চেষ্টা করে।’

অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ভুগিয়েছে উইকেট। এই সিরিজে তাই উইকেট নিয়ে বাড়তি সতর্ক উভয় দল। তবে ধাধায় ঢাকা উইকেটে টিকে থাকার সূত্র জানালেন মাহমুদউল্লাহ।

‘আমি যেটা সব সময়ই বলি যে মিরপুরের উইকেট নিয়ে নিশ্চিত করে কিছু বলা একটু কঠিন। আমার মনে হয় যে ইতিবাচক মনোভাব দেখানোই ভালো, আমরা ভালো উইকেট প্রত্যাশা করে মাঠে নামব ইনশাআল্লাহ। আমার মনে হয় যে ওই মনোভাবটা গুরুত্বপূর্ণ, এছাড়া আপনি যদি আগেই চিন্তা করেন এটা ১১০-১২০ রানের উইকেট, তাহলে ম্যাচে নেতিবাচক মনোভাবে যাওয়া হবে। তাই আমার মনে হয় এটা ভাবাও ঠিক না, আপনি ইতিবাচক মনোভাব নিয়ে যাবেন যে এটা ভালো উইকেট হবে।’

ঘরের মাঠে বড় দল বাংলাদেশ। অজানা নায় ব্ল্যাকক্যাপস অধিনায়কের। নিজেদের লক্ষ্যটাও ভালো জানা টম ল্যাথামের।

‘এই পর্যায়ে বেশিরভাগরই কিছু অভিজ্ঞতা আছে, কয়েকজন আছে স্কোয়াডে আগে ছিল না। সবার জন্য এটা রোমাঞ্চকর ব্যাপার। সবাই মিলে যত বেশি সম্ভব দল হিসেবে থাকতে হবে, নির্ভার থাকতে হবে। গত পাঁচ দিনে আমরা খুব ভালো অনুশীলন সেশন করেছি। দলের মধ্যে একটা ভালো আবহ বিরাজ করছে। ছেলেরা ক্রিকেটে প্রবেশ করতে মুখিয়ে। কালকের জন্য সবাই রোমাঞ্চিত।’

বুধবার (৩১ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল চারটায়। করোনার প্রকোপে মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই। সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও টি-স্পোর্টসের পর্দায়। অনলাইনে র‌্যাবিটহোল বিডির ইউটিউব চ্যানেলে সম্প্রাচর করা হবে।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

১ সেপ্টেম্বর, প্রথম টি-টোয়েন্টি (মিরপুর)
৩ সেপ্টেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি (মিরপুর)
৫ সেপ্টেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি (মিরপুর)
৮ সেপ্টেম্বর, চতুর্থ টি-টোয়েন্টি (মিরপুর)
১০ সেপ্টেম্বর, পঞ্চম টি-টোয়েন্টি (মিরপুর)

প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

জেনে নিন দুই দলের স্কোয়াড

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন,নাইম শেখ, নুরুল হাসান সোহান,শামীম হোসেন,রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের বর্ষসেরা রাচিন রবীন্দ্র
সৌদির দুই দিন পর যে দেশে রমজান শুরু হচ্ছে
দুই হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার
X
Fresh