• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২১, ১৮:২৩
salma jahanara, 2022 Women's Cricket World Cup, rtv online
ছবি- বিসিবি

নিউজিল্যান্ডে বসতে চলেছে ২০২২ নারী বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়েতে আয়োজন করা হবে বাছাইপর্ব। বাংলাদেশসহ ১০টি দল এতে অংশ নিতে চলেছে। চলতি বছরের ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আফ্রিকার দেশটিতে বসতে চলেছে এই ম্যাচগুলো।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

মোট ১০ দল নিয়ে নিউজিল্যান্ডে আয়োজন হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৪ মার্চ শুরু হয়ে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে পর্দা নামবে এই আয়োজন। আয়োজক দেশ ছাড়াও সরাসরি অংশ নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে বাছাইপর্বেও খেলবে ১০ দল। এখান থেকে তিন দল যাবে বিশ্বকাপের মূল আসরে। বাছাই পর্বের আয়োজক জিম্বাবুয়ে ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র লড়বে এতে। সেরা তিন দল জায়গা করে নেবে মূল পর্বে।

সবশেষ ২০১৭ সালে বসেছিল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সূচি অনুযায়ী চলতি বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে আয়োজনের কথা ছিল এই আসর। যদিও করোনাভাইরাস মহামারীতে এক বছর পিছিয়ে দেয়া হয় নারী ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
‘নিষিদ্ধ’ হাসারাঙ্গার আইপিএলও শেষ
X
Fresh