• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এএফসি কাপে বসুন্ধরা কিংসের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২১, ২৩:৫২
BASUNDHA KINGS,AFC CUP, RTV ONLINE
ফাইল ছবি

জয় দিয়েই এএফসি কাপের মিশন শুরু করলো বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তপু বর্মণ নেতৃত্বাধীন দলটি।

বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশের চ্যাম্পিয়নদের হয়ে একটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনয়ো। অপর গোলটি এসে প্রতিপক্ষের ভুলে।

মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ২৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোলটি করেন মাজিয়ার অধিনায়ক মোহাম্মাদ ইরুফান।

অন্যদিকে ৪০তম মিনিটে ইরুফানের পা থেকে বল নিয়ে কোনাকুনি শটে গোল আদায় করে নেন রবসন রবিনয়োর।

এগিয়ে থেকেই বিরতিতে যায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। দ্বিতীয়র্ধে মাঠে নেমেও দাপট দেখায় বসুন্ধরা। যদিও গোল আদায় করতে ব্যর্থ হয় দুই পক্ষ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ আগস্ট ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে নামবে বসুন্ধরা কিংস। ২৪ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান।

বসুন্ধরা কিংস একাদশ

আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মন (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, খালেদ সাফেই, মাসুক মিয়া জনি, জোনাথন ফার্নান্দেজ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, রাউল অস্কার বেচেরা ও রবসন রবিনয়ো।

মাজিয়া স্পোর্টস একাদশ

মামাটখনোভ মিরখহিড (গোলরক্ষক), আহমাদ আবদুল্লাহ, হাসান সিফাজ, জেসুস ব্লাঙ্কো, আইসাম ইব্রাহিম, কর্নলেলিউস এজেকিল স্টুয়ার্ট, মোহাম্মাদ ইরুফান (অধিনায়ক), তাকাশি ওডাওয়ারা, হুসেন নিহান, হামজা মোহাম্মদ ও নাইজ হাসান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শততম ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস
X
Fresh