• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল আসছে এ মাসেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৭, ১৯:০১

চলতি মাসেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবে। এরপর সিদ্ধান্ত জানাবেন তারা। জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আমরা আশা করছি মে মাসের মাঝামাঝি বা শেষের দিকে প্রতিনিধি দলটি আমাদের এখানে আসবে এবং সিরিজ নিয়ে আমরা কী আয়োজন করছি সেটা ওরা দেখবে।

তিনি আরো বলেন, এখনো নির্দিষ্ট কোনো ভেন্যু ঠিক করা না হলেও আমাদের পরিকল্পনায় মিরপুর ও চিটাগং রয়েছে।

গেলো ২৮ এপ্রিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এ সফরে টাইগারদের বিরুদ্ধে তারা দু’টি টেস্ট খেলবে।

গেলো জানুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, সবকিছু ঠিক থাকলে বছরের শেষ দিকে দু’টি টেস্ট খেলতে ঢাকা পৌঁছবে স্মিথবাহিনী। এর মধ্যে বাংলাদেশে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে সফর প্রায় নিশ্চিত।

২০১৫ সালের অক্টোবরে দু’টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেই সফর বাতিল করে তারা। একই কারণে ২০১৬ সালে বাংলাদেশে হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh