• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের ১৬ বছরের এই ফুটবলারকে কিনলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৭, ১৮:০২

বার্সেলোনার সঙ্গে টেক্কা দিয়ে ৬১ মিলিয়ন ইউরোতে ব্রাজিলের ১৬ বছর বয়সী ফুটবলার কিনলো রিয়াল মাদ্রিদ।

অল্পবয়সী এ ফুটবলার এখনই খেলবে না রিয়ালের হয়ে। ২০১৮ সালের বিশ্বকাপের পর যখন তার বয়স ১৮ হবে তখন সে রিয়াল শিবিরে যোগ দেবে।

ভিনিসিয়াসকে কাতালানরা ২৫ মিলিয়ন ইউরো অফার করেছিল। বার্সার কাছ থেকে ছিনিয়ে নেয়া রিয়ালের ওই তরুণ ফুটবলারের নাম ভিনিসিয়াস জুনিয়র। সে বর্তমানে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো’র হয়ে খেলছেন।

ব্রাজিলের জার্সিতে অনূর্ধ্ব-১৫ ফুটবল মাতিয়ে ৬ ম্যাচে গোল করে ৬টি। আর অনূর্ধ্ব-১৭ তে নাম লিখিয়ে খেলে ১৯টি ম্যাচ, যেখানে প্রতিপক্ষের জালে বল জড়ায় ১৭ বার।

এ বছর দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে এই কিশোর ফুটবলার।

গেলো মৌসুমে ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলের আরেক তরুণ তারকা গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ারের লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।

ব্রাজিলে ফুটবল বিষয়ক সংবাদের উৎস হিসেবে খ্যাত গ্লোবসপোর্তে’তে শনিবার প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভিনিসিয়াস, ফ্ল্যামেঙ্গো ও রিয়াল মাদ্রিদের এরইমধ্যে সম্মতিসূচক কথাবার্তা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা, এখন শুধু চুক্তির অপেক্ষা।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh