• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গম্ভীরের সঙ্গে যে কারণে দা-কুমড়া সম্পর্ক আফ্রিদির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৭, ২০:৫৩

কয়েকদিন আগে বিদায়ী উপহার হিসেবে শহীদ আফ্রিদিকে জার্সি পাঠায় টিম ইন্ডিয়া। তাতে ভারতীয় দলের সব ক্রিকেটারের সই ছিল। এটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন বুমবুম খ্যাত ব্যাটসম্যান। এমন খবরে উচ্ছ্বসিত হন আরো অনেকে। সবাই বলেন, মাঠে যাহোক; এর বাইরে কিন্তু ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্কটা বন্ধুর মতোই।

এবার সেই সুরেই সুর মেলালেন শহীদ আফ্রিদি। বললেন, ভারতের প্রায় সব ক্রিকেটারের সঙ্গেই বন্ধুর মতো সম্পর্ক তার। পুরনোদের সঙ্গে যেমন, বর্তমান দলের ক্রিকেটারদের সঙ্গে তেমন। তবে ব্যতিক্রম শুধু গৌতম গম্ভীর।

আসছে ১ জুন ইংল্যান্ডে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭’র। এতে গ্রুপপর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৪ জুন এজবাস্টনে হবে সেই মহারণ। ওই ম্যাচ নিয়ে সম্প্রতি নিজের মতামত শেয়ার করে আইসিসির ওয়েবসাইটে কলাম লিখেছেন আফ্রিদি। সেখানেই এসব কথা বলেন তিনি।

ওই ম্যাচে ভারতকে পাকিস্তান হারাবে বলে বিশ্বাস আফ্রিদির। কলামে তা নিয়ে আলোচনা করেছেন বেশ। তবে সবচে’ বেশি আলোচনা করেছেন ভারতের ক্রিকেটারদের সঙ্গে তার মধুর সম্পর্ক নিয়ে। বাদ দেননি গম্ভীরের সঙ্গে নিজের তিক্ত সম্পর্কের কথা।