• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস ট্রফির আগে সরে দাঁড়ালেন ডি সিলভা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৭, ১৯:৫৪

চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধরনের ধাক্কা খেলো শ্রীলংকা। লংকান বোর্ডের (এসএলসি)ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা। বৃহস্পতিবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি।

শুক্রবার এসএলসি’র গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডি সিলভা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ৫১ বছরের ক্রিকেট কিংবদন্তি।

জানা গেছে, তার সঙ্গে আলোচনা না করেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। এতে নাখোশ ছিলেন তিনি। এর জের ধরেই পদত্যাগ করেছেন।

এসএলসির ক্রিকেটীয় বিষয়ে পরামর্শক প্যানেল হিসেবে কাজ করে ক্রিকেট কমিটি। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ডি সিলভা। মাত্র ১৩ মাসের মেয়াদে এসএলসির কোচিং বিভাগের উন্নয়নে তার চিন্তা-ভাবনা প্রশংসিত হয়।

২০০৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন অরবিন্দ ডি সিলভা। এরপর থেকে নির্বাচক কমিটির প্রধান ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh