• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বেচ্ছায় অবসর নিলেন ইমরুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৭, ১৯:১০

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। এখন মুশফিকুর রহিম ও নাসির হোসেন ব্যাট করছেন।

কিছুক্ষণ আগে রাউলিনসের বলে এলবিডব্লিউ’র শিকার হয়ে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন উদীয়মান ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

তার আগে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলে সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে নেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওই সময়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। পরে সাব্বির রহমানকে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইমরুল কায়েস। তারা দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন শত রানেরও বেশি। ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাব্বির।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন ইমরুল কায়েস
বিপিএলের দশম আসরে প্রথম ফিফটি ইমরুলের
‘যোগ্য ব্যক্তিকেই কুমিল্লার অধিনায়কত্ব দেওয়া হয়েছে’
X
Fresh