• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের বিপক্ষে খেলছেন মাহমুদুল্লাহ-শফিউল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৭, ১৭:৪১

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ১ উইকেটে ৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইমরুল ২৭ ও ১৫ রান নিয়ে সাব্বির রহমান ব্যাট করছে।

সাসেক্সে খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

স্ত্রীর অসুস্থতার খবর শুনে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশে ফেরায় এ ম্যাচেও অধিনায়কত্ব করছেন মুশফিক। বিশ্রামে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

১২ মে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ১ জুন ইংল্যান্ড-ওয়েলসে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের। এ দু’টি টুর্নামেন্টে অংশ নেবে মাশরাফি বাহিনী। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ইংল্যান্ডে গেছে বাংলাদেশ। সেখানে এখন ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে টাইগাররা। তারই অংশ হিসেবে এ প্রস্তুতি ম্যাচ।

নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে প্রতিপক্ষ সাসেক্স একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার শফিউল ইসলাম।

বাংলাদেশ একাদশে খেলছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাশিস রায় ও সানজামুল ইসলাম।

প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোকের বিপক্ষে টাইগারদের ব্যাটিং প্রস্তুতিটা ভালোই হয়েছে। মুশফিকের অপরাজিত সেঞ্চুরি ও সৌম্য সরকারের হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

৩৪৬ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে ডিউক অব নরফোকও দারুণ সূচনা পায়। কোনো উইকেট না হারিয়ে ১৯ ওভারেই ৯৫ রান তুলে ফেলে তারা। এরপরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টির বাগড়ায় খেলা আর মাঠেই গড়ায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
X
Fresh