• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইমরানের চেয়েও ভালো মিসবাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৭, ১৭:০৭

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। তাকে সম্মানজনক বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। বললেন, পাকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ইমরান খানের চেয়েও ভালো অধিনায়ক মিসবাহ।

গেলো বৃহস্পতিবার আন্ত-প্রাদেশিক সমন্বয় স্ট্যান্ডিং কমিটির জাতীয় অধিবেশনে হাজির হন শাহরিয়ার। সেখানেই তিনি এমন মন্তব্য করেন। শাহরিয়ার মূলত অধিনায়ক হিসেবে মিসবাহ-ইমরানের ক্রিকেট মস্তিষ্ক ও জয়-পরাজয়ের হার তুলনা করেছেন।

পিসিবি সভাপতি বলেন, ক্রিকেটে পাওয়া সাফল্যের ওপর ভিত্তি করে তাদের মধ্যে তুলনা করা হয়েছে। এখানে কোনো রাজনীতির খেলা নেই। কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিবেচনা করা হয়নি। তারা নিজ নিজ অবস্থানে অমর। তাদের উভয়ের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।

৮৩ বছরের এ ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, তাদের দু’জনের মধ্যে মিসবাহ আমাকে বেশি মুগ্ধ করেছে। বিশেষ করে অধিনায়ক হিসেবে তার সাফল্য অতুলনীয়। যা যুগ যুগ পাকিস্তান ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।