• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিশ্রামে টাইগাররা, অনুশীলনে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১৪:০৬
অনুশীলনে অস্ট্রেলিয়া দল

পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষ। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এর আগে দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের ক্ষণ গুনছে বাংলাদেশ, অন্যদিকে সিরিজ বাঁচানোর চিন্তা নিয়ে কঠিন পরীক্ষায় নামবে অজিরা।

দুই ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচের আগে একদিন বিরতি পেয়েছে দুই দল। সূচী অনুযায়ী আজকের দিনেও অনুশীলন ছিল দুই দলের। তবে বাংলাদেশ দল আজ বিশ্রামে থাকবে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলের একটা গ্রুপ দুপুর ২টা থেকে অনুশীলন করতে নামবে বলে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার কল হিতচেক।

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে সফরকারীরা। বাংলাদেশের দেয়া ১২২ রানের লক্ষ্য টপকাতে গিয়ে অল-আউট হয় ১০৮ রানে। দ্বিতীয় ম্যাচেও টাইগার বোলারদের তোপের মুখে পড়ে অজি ব্যাটাররা।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান করেও টাইগারদের কাছে হেরেছে ৫ উইকেটে। শুরুতে ৬৭ রানে ৫ উইকেট ফেলে দিলেও শেষে আফিফ হোসেন ও নুরুল হাসানের অনবদ্য জুটির সামনে কোনও রকম প্রতিরোধ গরে তুলতে পারেনি মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের মতো তারকা পেসাররা।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শের ই বাংলা স্টেডিয়ামে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh