• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

টানা জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ

  ০৪ আগস্ট ২০২১, ১৭:৩০

অজিদের টানা দুই ম্যাচে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৫৬ রানের জুটি গড়ে ১ ওভার ২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সঙ্গে অজিদের দাম্ভিকতার দর্পচূর্ণ করে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

অস্ট্রেলিয়া: ১২১/৭ (২০ ওভার)
মিচেল মার্শ- ৪৫ (৪২), মইসিস হ্যানরিক্স- ৩০ (২৫), অ্যালেক্স ক্যারি ১১ (১১), জশ ফিলিপ ১০ (১৪)।
মোস্তাফিজুর- ৩/২৩ শেখ মেহেদী- ১/১২ সাকিব আল হাসান ১/২২ শরিফুল ইসলাম ২/২৫
বাংলাদেশ: ১২৩/৫ (১৮.৪ ওভার)
আফিফ হোসেন- ৩৭ (৩১)*, সাকিব আল হাসান ২৬ (১৭), মেহেদী হাসান ২৩ (২৪), নুরুল হাসান ২২ (২১)
অ্যাস্টন অ্যাগার ১/১৭ জশ হ্যাজেলউড ১/২১
৫ উইকেটে জয় বাংলাদেশের।

বিদায় মেহেদীর: চারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শেখ মেহেদী হাসান। দুইবার ক্যাচ মিস, দুইবার এলবিডব্লু হয়েও রিভিউ নিয়ে জীবন পান এই ডান হাতি ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত অ্যাডাম জাম্পার বলে স্ট্যাম্পিং হয়ে ফিরলেন ২৪ বলে ২৩ রান করে।

মাহমুদউল্লাহকে ফেরালেন অ্যাগার: সাকিবের বিদায়ে ফের বিপাকে পরে দল। দলীয় ৫৮ রানে ৩ উইকেট হারানো দলকে কই টেনে তোলার চেষ্টা করার কথা রিয়াদের, উল্টো বোল্ড হলেন অ্যাস্টন অ্যাগারের বলে ০ রানে। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ৬৩ বলে ৬৩ রান।

টাইয়ের বলে বোল্ড সাকিব: দ্রুত দুই ওপেনারের বিদায়ে বিপাকে পড়া দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সাকিবের। মেহেদী হাসানকে নিয়ে ভালোই সামলাচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে দলীয় ৫৮ রানের মাথায় ব্যক্তিগত ২৬ (২৭) রান করে অ্যান্ড্রু টাইয়ের বলে বোল্ড হয়ে ফিরতে হলো সাজঘরে।

পাওয়ার প্লে: তৃতীয় ওভারে শূন্য রানে সৌম্যকে বোল্ড করে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর নাঈম শেখও জশ হ্যাজেলউডের বলে সাজঘরে ফিরেছেন বোল্ড হয়ে। ১৩ বলে ৯ রান করে ফিরেছেন দলীয় ২১ রানের মাথায়।

দুই ওপেনারের বিদায়ে রানের চাকা হয়েছে কিছুটা ধীর। সাকিবের সঙ্গে উইকেটে রয়েছেন শেখ মেহেদী। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

অস্ট্রেলিয়া: ১২১/৭ (২০ ওভার)

বাংলাদেশ: ৩৮/২ (৬ ওভার)

সাকিব- ১৬ (১০)

মেহেদী- ১২ (১২)

স্টার্ক- ১/১৫

হ্যাজেলউড- ১/১৬

সৌম্যর বিদায়: আজও সৌম্যের ব্যাট হাসলো না। আজ শূণ্য রানে ফিরলেন তিনি। মিচেল স্টার্কের ফুললেংথের বলের গতি বুঝতেই পারেননি সৌম্য। তৃতীয় ওভারে বাংলাদেশ হারাল প্রথম উইকেট।

অজি ব্যাটারদের অসহায় আত্নসমর্পন: পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিছুটা উন্নতি করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১০৮ রানে অল-আউট হবার পর আজ অবশ্য ১৩ রান বেশী করেছে।

সন্ধ্যায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনিং জুটি ভাঙে। দলীয় ১৩ রানে অ্যালেক্স ক্যারি বিদায় নেন ১১ রান করে।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ (৪২) রানের ইনিংস খেলেন মিচেল মার্শ।

অস্ট্রেলিয়া: ১২১/৭ (২০ ওভার)
মিচেল মার্শ- ৪৫ (৪২), মইসিস হ্যানরিক্স- ৩০ (২৫), অ্যালেক্স ক্যারি ১১ (১১), জশ ফিলিপ ১০ (১৪)।
মোস্তাফিজুর- ৩/২৩ শেখ মেহেদী- ১/১২ সাকিব আল হাসান ১/২২ শরিফুল ইসলাম ২/২৫

এছাড়া মইসিস হ্যানরিক্সের ৩০ (২৫) রানে ভর করে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২১ রান তুলেছে।

টার্নারকে ফেরালেন শরিফুল: মাত্র ৩ রান করে শরিফুলের বলে অ্যাস্টন টার্নার ক্যাচ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

ওয়েড, অ্যাগারকে হতাশ করলেন মোস্তাফিজ: অজি অধিনায়ক ম্যাথু ওয়েড রান পাননি দ্বিতীয় ম্যাচেও। দলীয় ১০৩ রানের মাথায় মোস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার পরের বলেই অ্যাস্টন অ্যাগারকে শূন্য রানে ফিরিয়েছেন।

শরিফুলের শিকার মার্শ: শরিফুলের পেসে পর্যন্ত দিকহারা হয়েছেন অজি ব্যাটসম্যান মিচেল মার্শ। তার ব্যাটে ভর করে ঘুরে দাড়াচ্ছিল সফরকারীরা। তবে দলীয় ৯৯ রানের মাথায় উইকেট রক্ষক সোহানের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ৪৫ (৪২) রান করে।

সাকিব ফেরালেন হ্যানরিক্সকে: মিচেল মার্শের সঙ্গে ৫৭ রানের জুটি বেঁধে দারুণভাবে এগুচ্ছিলেন মইসিস হ্যানরিক্স। তবে সাকিবের বলে থামতে হলো তাকে। দলীয় ৮৮ রানের মাথায় ২৫ বলে ৩০ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন হ্যানরিক্স। অজিদের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৯০ রান।

ধীরে এগোচ্ছে অস্ট্রেলিয়া: রানের চাকা ধীর হয়ে গেছে অজিদের। দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে ভালোই বিপাকে পড়েছে সফরকারীরা। তবে মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ১১ ওভার শেষে সংগ্রহ করেছে ২ উইকেটে ৬০ রান। মার্শ অপরাজিত আছেন ২৯ (২৮) রানে।

পাওয়ার প্লে

অস্ট্রেলিয়া: ৩২/২ (৬ ওভার)

মিচেল মার্শ- ১০ (৯)

মইসিস হ্যানরিক্স- ১ (১)

শেখ মেহেদী- ১/৩

মোস্তাফিজুর- ১/৫

ফিলিপকে ফেরালেন মোস্তাফিজ: মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফিরলেন জশ ফিলিপ (১০)। ষষ্ঠ ওভারে মোস্তাফিজের প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড হয়ে ফিরলেন এই অজি ওপেনার।

ওপেনিং জুটি ভাঙলেন মেহেদী: গত ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও অজিদের ওপেনিং জুটি ভাঙলেন শেখ মেহেদী হাসান। ২.৩ ওভারের সময় ওপেনার অ্যালেক্স ক্যারিকে নাসুম আহমেদের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন ১১ রানে দলীয় ১৩ রানের মাথায়।

টস ও একাদশ: পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়তে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে টস ভাগ্যে জিতেছে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম ম্যাচেও অজিরা টস জিতেছিল। টস জিতে সিদ্ধান্ত নেয় বোলিংয়ের। তবে আজ বদল এসেছে সিদ্ধান্তে। বোলিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীরা হেরেছিল ২৩ রানে। এদিন আগে বোলিং করতে গিয়ে ডিহাইড্রেশনে ভুগতে দেখা গেছে অজি বোলারদের। মাঠেই বমি করতে দেখা যায় পেসার অ্যান্ড্রু টাইকে।

আজ দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ রেখেছে বাংলাদেশ। পরিবর্তন আসেনি অস্ট্রেলিয়া একাদশেও।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেট-রক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh