• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

নাসুমের কাছেই হারল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১৭:৩০

বাংলাদেশে বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই বিধ্বস্থ হয়েছে অস্ট্রেলিয়া। ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ১০৮ রান তুলতে পেরেছে অজিরা। নাসুম আহমেদের ৪ উইকেটের সুবাধে অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ- ১৩১/৭ (২০ ওভার)
অস্ট্রেলিয়া- ১০৮/১০ (২০ ওভার)

নাসুম আহমেদ ৪/১৯

শরিফুল ইসলামের বলে শূন্য রানে ফিরেছেন অ্যান্ড্রু টাই। জয়ের জন্য অজিদের দরকার ১০ বলে ৩০ রান।

বাংলাদেশ- ১৩১/৭ (২০ ওভার)
অস্ট্রেলিয়া- ১০০/৭ (১১ ওভার)
১৫ বলে ৩২ রান দরকার।

অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে জয়ের আরও দ্বারপ্রান্তে বাংলাদেশ। ৮ রান করা টার্নারকে বোকা বানিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করান মোস্তাফিজুর রহমান।

মার্শকে ফিরিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ: অজিদের নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল মিচেল মার্শ। তার ব্যাটে ভর করে জয়ের দিকেই এগুচ্ছিল অজিরা। ব্যাটে-বলে সমান তালে রান তুলে ভয় ধরিয়ে দিচ্ছিল বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত ফেরেয়ানো গেল তাকে।
আগের তিন ওভারে তিন উইকেট পাওয়া নাসুম আহমেদ নিজের শেষ ওভারে মার্শকে ফিরিয়েছেন মিচেল মার্শকে (৪৫)। অজিদের সংগ্রহ ১৫.৪ ওভারে ৮৫ রান, জিততে লাগে ২৬ বলে ৪৭ রান।

অ্যাগারের বিদায়, নাসুমের ৩: অ্যাস্টন অ্যাগার হিট আউট হয়ে ফিরেছেন সাজঘরে। অজিরা চার উইকেট হারিয়ে ভালোই বিপাকে পরেছিল। অ্যাগার চেষ্টায় ছিল ম্যাচের মোড় ঘোরানোর। কিন্তু পারলেন না। হিট আউট হয়ে ৭ রান করে ফিরেছেন সাজঘরে। এ নিয়ে নাসুম নিয়েছেন ৩ উইকেট।

বাংলাদেশ- ১৩১/৭ (২০ ওভার)
অস্ট্রেলিয়া- ৫৮/৪ (১১ ওভার)
৫৪ বলে ৭৪ রান দরকার।

ওয়েডকে ফেরালেন নাসুম: নাসুম আহমেদের ঘুর্ণিতে কাপুকাত হয়েছেন অজি ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। টানা তিন ওভারে ৩ উইকেটে হারিয়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়া করানোর চেষ্টায় থাকা ওয়েডকে ১৩ আনে ফিরিয়েছে নাসুম। ওয়েড ক্যাচ দেন মোস্তাফিজের হাতে।

তিন ওভারে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার: বাংলাদেশের দেয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শেখ মেহেদীর বলে বোল্ড হয়ে ফিরেছেন অ্যালেক্স ক্যারি। পরের ওভারে নাসুম আহমেদের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরেন জশ ফিলিপ আর তৃতীয় ওভারে সাকিবের বলে বোল্ড হয়েছেন মইসিস হ্যানরিক্স। অজিদের দংগ্রহ ৩ ওভারে ৩ উইকেটে ১৩ রাজন।

বাংলাদেশ ইনিংস

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সন্ধ্যায় টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক ম্যাথু ওয়েড।

ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ২ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

তবে পাওয়ার প্লে’তে ৩৩ রান আসে নাঈম শেখ ও সাকিব আল হাসানের জুটি থেকে। এরপর ধীর হয়ে যায় রানের চাকা।

নাঈম ২৯ বলে বিদায় নেন জাম্পার বলে ৩০ (২৯) রান করে। এরপর মাহমুদউল্লাহকে ২০ (২০) রানে ফেরান হ্যাজেলউড। নুরুল হাসান হতাশ করেন অ্যান্ড্রু টাইয়ের বলে ক্যাচ দিয়ে ৩ রানে সাজঘরে ফিরে।

সাকিব আল হাসান ৩৬ রান করলেও সেটি ৩৩ বলে। ১৭ ওভারের শেষ বলে দলীয় ১০৪ রানের মাথায় বোল্ড হন হ্যাজেলউডের বলে।

দলের এমন অবস্থায় ঝোড়ো ইনিংস খেলতে ব্যর্থ হন শামীম হোসেনও। ৩ বলে ৪ রান করে বোল্ড হন স্টার্কের বলে।

শেষ দিকে আফিফের ২৩ (১৭) আর শেখ মেহেদীর ৭ রানে ভর করে ৭ উইকেটে ১৩১ রান তুলে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ২ উইকেট নেন স্টার্ক ও ১টি করে উইকেট নেন জাম্পা, টাই।

শামীম বোল্ড: জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলা শামীম হোসেন অজিদের বিপক্ষে দাঁড়াতেই পারলেন না। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ৩ বলে ৪ রান করে।

সাকিবের বিদায়: সাকিবও পারলেন না ঝোড়ো একটা ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে। দলীয় ১০৪ রানের মাথায় ৩৩ বলে ৩৬ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে।

হতাশ করেছে সোহানের ব্যাট: জিম্বাবুয়ে সিরিজে দুর্হান্ত পারফর্ম করা নুরুল হাসানের উপর প্রত্যাশাটাও বেড়ে গিয়েছিল দ্বিগুণ। তবে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হতাশ করেছেন দলীয় ৮৬ রানের মাথায় ৩ রান করে সাজঘরে ফিরেছেন জাম্পার বলে টাইয়ের হাতে ক্যাচ দিয়ে।

মাহমুদউল্লাহ'র বিদায়: ১৩তম ওভারের প্রথম বলে জশ হ্যাজেলউডের বল গ্যালারীতে পাঠিয়ে পরিবর্তন করান বলের। এর পরের বলে আবারও উড়িয়ে মারতে যান টাইগার অধিনায়ক। দলীয় ৭৩ রানের মাথায় লং অফে হ্যানরিক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে। মাহমুদউল্লাহ'র ব্যাটে আসে ২০ বলে ২০ রান।

১০ ওভার: ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। সৌম্য সরকার ২ ও নাঈম শেখ ৩০ রান করে বিদায় নেয়ার পর উইকেটে রয়েছেন সাকিব (১৬) ও মাহমুদউল্লাহ (৮)।

প্রথম পাওয়ার প্লে: ইনিংসের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে নাঈম শেখের ছক্কা। দারুণ শুরুর আভাসের পর চতুর্থ ওভারে সৌম্য সরকার বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ২ রান করে হ্যাজেলউডের বলে। তবে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। অপরাজিত রয়েছে নাঈম শেখ (২৭) ও সাকিব আল হাসান (৩)।

পঞ্চম ওভারেই নতুন বল: পঞ্চম ওভারেই বল গ্যালারিতে পাঠালেন নাঈম শেখ। ওভারের দ্বিতীয় বলে মিচেল স্টার্কের বল মিড উইকেট দিয়ে গ্যালারীতে পাঠান নাঈম। এই সিরিজের নিয়ম অনুযায়ী বল গ্যালারীতে গেলে খেলা শুরু হবে নতুন বলে।

সৌম্য বোল্ড: পাওয়ার-প্লেতে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারকে (২) বোল্ড করে ফিরিয়েছেন জশ হ্যাজেলউড।

ছয় দিয়ে ইনিংস শুরু: মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে দারুণ এক ছক্কা হাঁকিয়েছেন নাঈম শেখ। প্রথম ওভারে বিনা উইকেটে ৬ রান সংগ্রহ বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেট-রক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।

টস: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি আইসিসি স্বীকৃতি পাওয়ার দীর্ঘ ১৫ বছর পর প্রথমবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে অজিরা।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের সিরিজটি। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের ছিটকে পড়ায় এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh