• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সেপ্টেম্বরে নয়, ২০২৩ সালে বাংলাদেশ আসবে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট ২০২১, ১৩:৩৬
england vs bangladesh 2023, rtv online
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করার কথা ছিল ইংল্যান্ডের। তবে সফরটি স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন সূচিতে ২০২৩ সালের মার্চে বাংলাদেশ আসার পরিকল্পনা নিয়েছে দলটি।

মঙ্গলবার (৩ আগস্ট) ইসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেই তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে ম্যাচগুলো মাঠে গড়াবে।

দেড় বছর পেছালেও সম্ভাব্য ভেন্যুর নামও জানিয়ে দিয়েছে ইসিবি। ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বলে জানিয়েছে তারা।

সফরটি চলমান করোনা পরিস্থিতির জন্য পেছানো হয়নি বলে জানানো হয়েছে বিবৃতিতে।

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে বসতে চলা স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিল) প্রাধান্য দিচ্ছে ইংলিশ ক্রিকেটাররা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh