• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মুহূর্তেই নিরব হয়ে গেল মিরপুর স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২১, ১৫:২৭
শের ই বাংলা স্টেডিয়াম

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, সঙ্গে একগাদা বিধিনিষেধের শর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নানা শর্ত বেঁধে দিয়ে গেল বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকায় পা রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে রোববার (১ আগস্ট) প্রথম দিনের অনুশীলনের জন্য মাঠে উপস্থিত হয় তারা।

সকালে বাংলাদেশ দলও প্রথম দিনের মতো অনুশীলন করে। টাইগারদের অনুশীলনের সময় মাঠ কর্মীদের দেখা যায় কাজ করতে। স্টেডিয়াম পাড়াও ছিল সরব। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুশীলন শেষে হোটেলে ফিরে টাইগাররা।

এরপর আসার পালা অস্ট্রেলিয়া দলের। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের প্রোটকল টিম পাঠায় মাঠ পর্যবেক্ষণে। তাদের দেয়া সবুজ সংকেত পেলেই আসবে দল। তবে প্রোটোকল টিম আসার খবর মুহূর্তেই নিরব হয়ে যায় শের ই বাংলা স্টেডিয়াম। কোথাও কেউ নেই, মাঠ কর্মীরাও উধাও।

সিরিজ সংশ্লিষ্টদেরও যাতায়াতে আসে স্থবিরতা। ব্রডকাস্টার থেকে শুরু করে সাংবাদিকদেরও জানিয়ে দেয়া হয় যেন বেশি ঘোরাঘুরি না করতে।

বেলা ৩টার দিকে অস্ট্রেলিয়া টিম বাস প্রবেশ করেছে মাঠে। এরপর আরও বেশি নিরব হয়ে যায় স্টেডিয়াম পাড়া।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ৪, ৬, ৭ ও ৯ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh