• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অলিম্পিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪১

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৬:৩২
olympic tokyo, টোকিও অলিম্পিক, tokyo olympics coronavirus, rtv online
ছবি- সংগৃহীত

টোকিও অলিম্পিকে শনিবার পর্যন্ত ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে জাপান। শেষ ২৪ ঘণ্টায় অলিম্পিকের সঙ্গে সংশ্লিষ্ট আরও ২১ জন করোনাভাইরাস পজেটিভ হয়েছেন।

অলিম্পিকের আয়োজক কমিটি নিশ্চিত করেছে, আক্রান্তদের মধ্যে কোনো খেলোয়াড় নেই।

আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানায় কমিটি।

২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে করোনার কারণে এক বছর পিছানো হয় টোকিও অলিম্পিক।

কিস্তু তার পরও করোনার হাত থেকে নিস্তার পাওয়া যায়নি। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের বিস্তারে চিন্তায় আছে অলিম্পিক কমিটে।

জাপানে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় নতুন করে আরও চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে।

শুক্রবার রাতে নতুন করে চিবা, সাইতামা, কানাগাওয়া ও ওসাকা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টোকিও ও অকিনাওয়া প্রদেশে আগে থেকেই ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার জাপানে নতুন করে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরাও আছেন।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকেতে দেয়া এক ভাষণে বলেছেন, করোনার সবচেয়ে সংক্রমক ভ্যারিয়েন্ট জাপানে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ জন্য সবাইকে যথাযথ ভাবে করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন সবাইকে।

জাপানে এ পর্যন্ত ৯ লাখ ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১৫ হাজার ১৭৩ জন।

এদিকে টোকিও অলিম্পিকের নমব দিনে নিজেদের আধিপত্য ধরে রেখেছে চীন। ২১ টি স্বর্ণসহ ৪৫ টি পদক নিয়ে শীর্ষে রয়েছে তারা। নিজেদের অবস্থান ধরে রেখেছে জাপান। ১৭টি স্বর্ণসহ ৩০টি পদক নিজের দখলে নিয়েছে স্বাগতিকরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
মেসি ও ডি মারিয়ার অলিম্পিক খেলা নিয়ে যা জানালেন মাসচেরানো
ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা
অলিম্পিক থেকে বাদ পড়ার শঙ্কায় আর্জেন্টিনা-ব্রাজিল
X
Fresh