• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

টেবিল টেনিস সংগঠক আনুর মৃ'ত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৪:৩৩
Zahid ahsan russel, zahid ahsan rasel, rtv online, samsul alam anu table tennis federation
শামসুল আলম আনু

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম আনুর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন রাজিউন। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

শনিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসায় হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। অদ্য ৩১-০৭-২০২১ তারিখ বাদ জোহর উত্তরা ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাইতুল নুর মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

দক্ষিণ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন শামসুল আলম আনু।

শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শামসুল আলম আনু দেশের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি দেশের অন্যতম প্রাচীন ক্লাব ওয়ারী ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। ক্রীড়ার উন্নয়নে তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন।ক্রীড়াঙ্গনে তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh