• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কোপার ফাইনালের আগে দলকে যে বার্তা দেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৩:০৪
nicolas gonzalez lionel messi argentina, rtv online
সার্জিও আগুয়েরো, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া

লিওনেল মেসির হাত ধরে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে আলবেসিলেস্তেরা। গেল ১১ জুলাই বসেছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নির্ধারণী ম্যাচটি। তার আগে সতীর্থদের যে বার্তা দিয়েছিলেন তা জানিয়েছেন দলের তরুণ সদস্য নিকোলাস গঞ্জালেজ।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ফাইনালে না নামলেও এবারের কোপায় একাধিক ম্যাচে প্রথম একাদশে খেলেছেন। সম্প্রতি ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ওলের সঙ্গে কথা বলেছেন নিকোলাস।

‘ফাইনালের আগে মেসি বলেন, ব্রাজিলের বিপক্ষে মারাকানায় খেলতে পারাটা স্বপ্নের মতো। সেখানেই কাপটি রাখা আছে। যা আমাদের জিততে হবে। এই কথা শুনে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়।’

নিকোলাস গঞ্জালেজের বেড়ে ওঠা আর্জেন্টিসোস জুনিয়র্সের একাডেমিতে। দশ বছর দীক্ষা পেয়ে ২০১৬ সালে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় এই ফরোয়ার্ডের। দুই মৌসুম পর পাড়ি জমান ভিএফবি স্টুটগার্টে। জার্মান দলটিতে থেকে গেল জুনে ফ্লোরিন্টিাতে যোগ দিয়েছেন। নতুন মৌসুমে ইতালিয়ান দলটির জার্সিতে দেখা যাবে তাকে।

কোপার ফাইনালের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘ম্যাচ শেষ হতেই সবাই তাকে (মেসি) জড়িয়ে ধরতে যাই। আমরা জানি এই মুহূর্তটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওটামেন্ডিদের জন্যও। কারণ তারা সবাই এই শিরোপার জন্য অনেক লম্বা পথ পাড়ি দিয়েছেন। যা হয়েছে, তা কখনওই ভোলার মতো না।’

২০১৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় নিকোলাসের। এই পর্যন্ত ১১ বার আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছেন। ২০২০ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে গোল দিয়েছেন তিনি।

‘দিনের পর দিন তরুণ দলের সঙ্গে মেসি নিজেকে মানিয়ে নিয়েছেন। তিনি এখন অনেক খুশী। যা মাঠে খেলার মাধ্যমে প্রকাশ পেয়েছে। মেসির সব কিছু আপনাকে উপভোগ করতে হবে। কারণ আর্জেন্টাইনদের জন্য তিনিই সব।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনায় নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে চার ফুটবলার আটক
ব্রাজিলের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা স্পেনের
ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের
X
Fresh