• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

এবার দুই দিনের জন্য বন্ধ হলো মিরপুর স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২১, ১৬:৫৭
ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে নিশ্ছিদ্র জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শুরুর ১৪ দিন আগে থেকে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ ত্যাগ করা পর্যন্ত বিসিবিকে একগাদা বিধিনিষেধ ধরিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এমন অবস্থায় আজ শুক্রবার এবং শনিবার বন্ধ থাকছে শের ই বাংলা স্টেডিয়ামে প্রবেশের সব গেইট। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুমতি আছে এমন ব্যক্তি ব্যতীত সকলের জন্য দুই দিন (শুক্র-শনি) সকল গেইট বন্ধ থাকবে।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজে মাঠে প্রবেশের অনুমতি নেই মাঠ কর্মীদেরও!

আরও পড়ুন- প্রধান কিউরেটর গামিনী মাঠেই ঢুকতে পারবেন না সিরিজ চলাকালীন

এদিকে স্টেডিয়ামের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করেন গণমাধ্যম কর্মীরা। তারাও ঢুকতে পারবেন না এই দুই দিন। বিসিবি থেকে বলা হয়েছে, আগামী ১ তারিখে গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হবে।

আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ হয়ে ৫ তারিখে বিরতি। ৬ ও ৭ তারিখে ম্যাচ খেলে একদিন বিরতি নিয়ে ৯ তারিখে খেলবে সিরিজের শেষ ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh