• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

টোকিও অলিম্পিক

চীনকে হারিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চীন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২১, ১৫:৫৬
ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং জুটি

চীনকে আবার চীন কীভাবে হারায়! শুনতে আজব লাগলেও এটা হয়েছে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনের ফাইনালে। অলিম্পিকে এমনিতেই চীনের আধিপত্য থাকে।

গত তিন অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদকও জিতেছে চীনারা। এবারের আসরেও তারাই রয়েছে শীর্ষে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ব্যাডমিন্টনের ফাইনালে দুই দলই ছিল চীনের।

শুক্রবার ব্যাডমিন্টনের মিক্সড ডাবল ইভেন্টের ফাইনালে চীনের দুই জুটি ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং এবং ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং মুখোমুখি হয়েছিল।

দীর্ঘ ১ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে তিন সেটে ২১–১৭, ১৭–২১ ও ২১–১৯ পয়েন্টে ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটিকে হারিয়ে স্বর্ণ জিতেছে ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং জুটি।

রৌপ্য জিতেছে ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটি। ব্রোঞ্জপদক জিতেছে জাপানের ইতুয়া ওয়াতানবে ও আরিসা হিগাসিনো জুটি। তারা হারিয়েছে হংকংয়ের তাং চুন মান ও সে ইং সুয়েত জুটিকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh