• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাঁতারে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২১, ১২:৫২
টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক আসরে প্রথম সোনা জিতল দক্ষিণ আফ্রিকা। সাঁতারু তাতজানা শোয়েনমেকার বিশ্বরেকর্ড গড়ে এই পদক। মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২:১৮.৯৫ সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান এই সাঁতারু।

এই অর্জনে পুলেই কেঁদে ফেলেন সাঁতারু শোয়েনমেকার। তার আগে সাঁতারে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলার পেদেরসেনের। এই ডেনিশ নারী সাঁতারু ২০১৩ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২:১৯.১১ সময় নিয়েছিলেন।

শোয়েনমেকার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুক্তরাষ্ট্রের। রৌপ্য জয়ী লিলি কিং ২:১৯.৯২ আর ব্রোঞ্জ জয়ী এনি লেজর ২:২০.৮৪ সময়ে নেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh