• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়, ভারতের বিপক্ষে সিরিজ লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ২৩:৪১
india vs sri lanka, rtv online
ছবি- টুইটার

বিরাট কোহলি, রহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদাজাসহ মূল দল যখন ইংল্যান্ড অবস্থান করছে ঠিক একই সময় লঙ্কা সফরে আরেকটি দল পাঠিয়ে আলোচনায় আসে ভারত। শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান তুলে ভারত। যা টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

কলম্বোতে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল (১৪.৩ ওভার) বাকি রেখে ৩ উইকেট হারিয়ে ৮২ রান তুলে নেয় লঙ্কানরা।

১৮ বলে ১২ রান তুলেন আবিষ্কা ফার্নান্দো। ২৭ বলে ১৮ রান আসে মিনোদ ভানুকার ব্যাট থেকে।
১৩ বলে ৬ রান তুলে বিদায় নেন সাদিরা সমরবিক্রমা।

২০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয় ডি সিলভা। তার সঙ্গে ৯ বলে ১৪ রান করে ক্রিজে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে হাসারাঙ্গার ঘূর্ণিতে পাত্তাই পায়নি ভারতের ব্যাটসম্যাসরা। অধিনায়কসহ তিন ব্যাটসম্যান রানের খাতা না খুলেই বিদায় নেন।

২৮ বলে সর্বোচ্চ ২৩ রান করেন কুলদীপ জাদব। ৩২ বলে ১৬ রান তুলেন ভুবনেশ্বর কুমার। ১০ বলে ১৪ রান আসে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। এছাড়া কেউই দুই অংক অতিক্রম করতে পারেননি।

লঙ্কানদের হয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার চার উইকেট তুলে নেন। দাসুন শানাকা দুটি উইকেট শিকার করেন করেন। দুসমান্থা চামিরা ও রমেশ মেন্ডিস একটি করে উইকেট আদায় করেছেন।

নিজের ২৪তম জন্মদিনে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন হাসারাঙ্গা।

এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় তুলে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। অন্যদিকে তিন ম্যাচেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় সফরকারী ভারত।

ভারত একাদশ

শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), নীতীশ রানা, ভুবেশ্বর কুমার, চেতন সাকারিয়া, কুলদীপ জাদব, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার ও সন্দীপ ওয়ারিয়র।

শ্রীলঙ্কা একাদশ

আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটরক্ষক), সাদিরা সমরবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, রমেশ মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুসমান্থা চামিরা ও আকিলা ধনঞ্জয়া।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
X
Fresh