• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টোকিও অলিম্পিক

সৌদিকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২১, ১৬:৩৯

টোকিও অলিম্পিকের ফুটবলে সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ ডি’ এর লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল সৌদি আরবের। এই ম্যাচ জয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে দানি আলভেজরা।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ৪-২ গোলে হারায় জার্মানিকে। দ্বিতীয় ম্যাচে গোল শূন্য ড্র হয় আইভরি কোস্টের সঙ্গে।

বুধবার শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে শুরু থেকেই আক্রমণে যায় ব্রাজিল। তার ফল আসে ১৪ মিনিটের মাথায়। বাঁ কর্নার থেকে চালুদিনিওর পাঠানো বল পান ম্যাথিউজ চুনহা। গোলের জন্য শট নিলে সৌদির গোলরক্ষক জান বুখারি ব্যর্থ হন বল আঁটকাতে।

২৭ মিনিটের মাথায় উল্টো গোল হজম করতে হয় ব্রাজিলকে। সালমান আল ফারাজের এসিস্ট থেকে সেন্টার বক্সের সামনে থেকে গোল করেন আবদুলেলাহ আর আরাবি। এরপর আক্রমণ পালটা আক্রমণে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে ব্রাজিল। ৭৬ মিনিটের মাথায় হেডে গোল করেন জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা রিচার্লিসন।

২-১ ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিলের জয় যখন নিশ্চিত, ৯০ মিনিটের পর অতিরিক্ত পাওয়া ৮ মিনিটের ৩ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ায় রিচার্লিসন।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ব্রাজিল। ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আইভরিকোষ্ট। বাদ পড়েছে জার্মানি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ঈদে সৌদিতে টানা ৬ দিনের ছুটি
X
Fresh